নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
আওয়ামী লীগের সামাজিক সহায়তা ও কল্যাণ উপ-কমিটি শ্রমিক ও সাধারণ জনগণের মধ্যে বিশুদ্ধ পানি ও লবণ পানি ব্যাপকভাবে বিতরণ শুরু করেছে।
মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর ঝিগাতলায় এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এ সময় ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হুসাইন এমপি , আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট সায়েম খান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আজম বলেন, আওয়ামী লীগ দুঃসময়ে সব সময় জনগণের পাশে আছে। পরবর্তীকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিক ও সাধারণ মানুষের সমন্বয়ে গঠিত ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে এই প্রচণ্ড দাবদাহে শ্রমজীবী ও কর্মজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, দাবদাহে তীব্রতা না কমা পর্যন্ত আমাদের উপ-কমিটির এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান, ঝিগাতলা, মতিঝিল, মিরপুর ১০, গুলশান ও বেরাইদ মোট ৬টি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হবে।