নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে।
বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পিটার হাস।
তিনি আরও বলেন, তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানেও একত্রে কাজ করবে ঢাকা ও ওয়াশিংটন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্য, রোহিঙ্গা ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি। সামনের মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করবো।