নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল। এ সফরে রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি।
পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর আগম উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রধানমন্ত্রী পীরগঞ্জে আগমনকে স্বাগত জানিয়ে রংপুর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগামী ২৬ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জবাসীর কাছে আসবেন। তার জনসভা অনুষ্ঠিত হবে। পীরগঞ্জবাসীর কাছে আমার আহ্বান আপনারা সবাই দলে দলে যোগ দেবেন। মা বোনেরা এ জনসভায় যোগ দেবেন। পীরগঞ্জের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর কাছে আমার আহ্বান আমরা সবাই উপস্থিত থাকব ও সভাকে সফল করব।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনী সভায় বক্তব্য দিয়েছিলেন।