atv sangbad

Blog Post

আদম তমিজীকে রিহ্যাবে পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, ব্যবসায়ী আদম তমিজীকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে মিন্টুরোডে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।

ডিবি প্রধান আরও জানান, আদম তমিজী হক যে দেশে মানুষ হয়েছেন, যে দেশে তার ইন্ডাস্ট্রি রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সে দেশের পাসপোর্ট পুড়িয়েছেন। তিনি একবার ইসরায়েলকে আহ্বান করেছেন তাকে উদ্ধারের জন্য আবার মার্কিন মেরিন সেনাকে আহ্বান জানিয়েছেন। এতে মনে হয়েছে তিনি মানসিকভাবে ইমব্যালেন্স। তাকে ভালো একজন সাইকোলোজিস্টের কাছে পাঠিয়েছি।

তিনি আরও জানান, আদম তমিজীর বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়া রমনা থানায় তার নামে ওয়ারেন্ট ইস্যু রয়েছে। আমরা তাকে গ্রেফতার করেছি। তিনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেছেন, বিভিন্ন ধরনের কার্যক্রম করেছেন। ডাক্তাররা যদি বলেন তিনি পুরোপুরি ভারসাম্যহীন কিংবা মানসিক ভারসাম্যহীন তাহলে এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। কিন্তু যদি তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করে থাকেন তাহলে এসবের পেছনে কেউ আছেন কি না, সেটা তদন্ত করে বের করব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :