মোহাম্মদ মাসুম, এটিভি সংবাদ
টাঙ্গাইলের ধনবাড়ি ও মধুপুর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষি ও খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে তিন মামলায় ১৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেয়।
অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, আজকে মোট তিনটি মামলায় ড. আব্দুর রাজ্জাককে ১৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এরমধ্যে মধুপুর উপজেলায় গত ৪ আগস্ট হামলার ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা এবং অপর দুটি হলো মির্জাপুরে ইমন হত্যা ও টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা।
তিনি আরও বলেন, আমরা রাষ্ট্রপক্ষ রিমান্ড শুনানিতে খুবই খুশি, তবে তার উপযুক্ত শাস্তি হলেই আমরা সন্তুষ্ট হবো।
এদিন সকাল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আদালত চত্বরে অবস্থান নেয়।
রাজ্জাককে বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে তোলার সময় তার ওপর ডিম ছুঁড়ে মারেন শিক্ষার্থীরা। এসময় আদালত চত্বরে বিভিন্ন শ্লোগানও দেয় তারা।