atv sangbad

Blog Post

আমেরিকার প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। যেখানে গাজা উপত্যকার ওপর ইসরাইলের চলমান গণহত্যাকে ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার’ বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল।

গাজার নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের গত ১৯ দিনের গণহত্যায় কম করে ৬,৫০০ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগ নারী ও শিশু। নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বুধবার (২৫ অক্টোবর) ওই প্রস্তাবের ওপর ভোটাভোটি হয়। এতে সংযুক্ত আরব আমিরাতও প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১০ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয় এবং ব্রাজিল ও মোজাম্বিক ভোটদানে বিরত থাকে।

ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের পাশবিক অত্যাচার, জবরদখল, নির্বিচার হত্যাকাণ্ডকে পশ্চিমা দেশগুলোর সরকার ও গণমাধ্যমগুলো ইসরাইলের ‘আত্মরক্ষার অধিকার’ বলে প্রচার চালিয়ে আসছে। এবার মার্কিন সরকার সেই দাবিকে আইনি বৈধতা দিতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেছিল যা রাশিয়া ও চীনের কারণে আপাতত ব্যর্থ হয়ে গেল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :