চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রম-সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছে। ১১ জনের সমন্বয়ে গঠিত কমিটির সদস্যরা কথা বলছেন শ্রমিক মালিকসহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে।
আজ রোববার সকালে প্রথমে তারা নিশ্চিতপুর এলাকার অনন্ত গ্রুপে প্রবেশ করেন কমিটির সদস্যরা। পরে তার নরসিংহপুর এলাকার অনন্ত পোশাক কারখানা পরিদর্শন করেন। এরপর তারা হা-মীম গ্রুপের পোশাক কারখানা পরিদর্শনে যাবেন। সময় শেষে বক্তব্য দেন।
কারখানা পরিদর্শনের সময় পর্যবেক্ষণ কমিটির নেতৃত্বে থাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সবুর হোসেন বলেন, আশা করছি, আজ থেকে পরিস্থিতি উন্নতি হবে। সব কারখানা ধীরে ধীরে খুলে দেওয়া হবে।
কোনো দাবি নিয়ে সড়ক ও কাজ বন্ধ করার প্রয়োজন হবে না। সব অভিযোগ শুনতেই আমরা এসেছি। আপনারা অভিযোগ হটলাইনেও জানাতে পারবেন। যেসব দাবি পূরণ করা যায়, তা দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান অতিরিক্ত সচিব সবুর হোসেন।
প্রসঙ্গত, শ্রম-সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটির সদস্যরা পোশাক খাতে জড়িত সংশ্লিষ্টদের অভিযোগ শুনবেন। এরপর তারা এসব অভিযোগ সরকারকে অবহিত করবেন।