আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
এবার ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে এক ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া রুশ বাহিনীর পৃথক হামলায় দেশটির আগে আরো ২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইউক্রেনের ঝাপোরিজজিয়া অঞ্চলের মেয়র ইউরি মালাশকো বলেন, অরিখিভ নামে ছোট শহরে এক স্কুলে ত্রাণ বিতরণের কাজ করা হতো। সেখানে গত রোববার (৯ জুলাই) হামলা চালিয়ে রাশিয়া।
মালাশকো রাশিয়ার এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, তারা একটি মানবিক ত্রাণ সরবরাহের কেন্দ্রে হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নিহত ৩ নারীর বয়স ৪৩, ৪৫, ৪৭ বছর এবং আরেক পুরুষের বয়স ৪৭ বছর।
দেশটির জরুরি পরিষেবা জানায়, এরপরেই নিহতের সংখ্যা বেড়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা পরবর্তীতে গতকাল সোমবার (১০ জুলাই) বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে জানায়, উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ থেকে ৩ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে প্রাণের কোনো চিহ্ন ছিল না। এরপরেই নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়ায়।
এটিভি/এস