আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
ইকুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এক প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। আগামী ২০ আগস্ট দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় কুইটো শহরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
বিবিসি জানায়, গুলিতে নিহত ফার্নান্দো ভিলাভিসেনসিও দেশটির জাতীয় পরিষদের সদস্য। তিনি বুধবার উত্তরাঞ্চলীয় শহর কুইটোতে একটি অনুষ্ঠানের পর হামলার শিকার হন।
ফার্নান্দো ভিলাভিসেনসিওর নির্বাচনী প্রচারণা দলে থাকা এক সদস্য স্থানীয় গণমাধ্যমকে জানান, ভিলাভিসেনসিও গাড়িতে উঠতে যাচ্ছিলেন। এমন সময় একজন লোক এগিয়ে এসে তার মাথায় গুলি করে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্নান্দো ভিলাভিসেনসিওর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, তিনি এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ ও মর্মাহত। একই সঙ্গে ফার্নান্দো ভিলাভিসেনসিও হত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ফার্নান্দো ভিলাভিসেনসিও একজন সাবেক সাংবাদিক। তিনি এবং তার দলকে মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি গ্যাংয়ের নেতা হুমকি দিচ্ছেন বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ভিলাভিসেনসিও।
এটিভি/এস