সৈকত মনি, এটিভি সংবাদ
অবৈধ ইটভাটার আগ্রাসনে টাঙ্গাইলের উত্তরে অবস্থিত মধুপুর উপজেলার শালবন এলাকা ধ্বংসের মুখে পড়েছে। টাঙ্গাইল বন বিভাগ দেখেও না দেখার ভান করছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের বিস্তর এলাকা, আর অন্যায়ভাবে হাতিয়ে নিচ্ছে অসাধু কর্মকর্তারা লক্ষ লক্ষ টাকা।
পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা গেছে, মধুপুর শালবনের আশেপাশে ২০টি ইটভাটা গড়ে উঠেছে, যার মধ্যে মাত্র ১টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকি ১৯টি ইটভাটা সম্পূর্ণ অবৈধ এবং এসব ভাটায় নিয়মিত শালবনের গাছ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে, যা জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে।
সরেজমিনে দেখা গেছে, কিছু ইটভাটা বন্ধ থাকলেও বেশিরভাগ চালু রয়েছে এবং ইট তৈরি করতে কাঠ পুড়ানো হচ্ছে। যদিও কিছু ভাটায় কয়লা দেখা যায়, তবে তা কেবল দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এদিকে ইট তৈরির জন্য পাহাড়ের লাল মাটি ও তিন ফসলি জমির মাটি ব্যবহার করা হচ্ছে, যা প্রশাসনের অনুমোদন ছাড়াই সংগ্রহ করা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানিয়েছেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার কোনো নির্দেশনা এখনো নেই। নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ চন্দ্র বলেন, বনের ৩ কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণের কোনো অনুমোদন নেই। মধুপুর এলাকার এসব অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানাচ্ছি।
পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম বলেন, মধুপুর শালবন ও এর জীববৈচিত্র্য রক্ষায় এসব অবৈধ ইটভাটা বন্ধের এখনই উদ্যোগ নিতে হবে। আমরা আশাবাদী, পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা বিষয়টি গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেবেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর টাঙ্গাইল শাখার যুগ্ম সম্পাদক বিপ্লব কুমার কর্মকার বলেন, মধুপুর শালবন টাঙ্গাইলের ফুসফুস। এই বন রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধ করা অত্যন্ত জরুরি। আমরা আশা করি প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।
মধুপুর শালবন এলাকার বাসিন্দা রানা মাংসাং বলেন, এই বনের সাথে আমাদের আত্মার সম্পর্ক। একসময় এখানে প্রচুর পশুপাখি ছিল, কিন্তু এখন বন ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে ইটভাটার কারণে প্রতি বছর প্রচুর গাছ কেটে নেওয়া হয়। মধুপুর শালবন রক্ষায় এসব অবৈধ ইটভাটা বন্ধ করা অত্যন্ত জরুরি।
পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দা, পরিবেশবাদী সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ পদক্ষেপে মধুপুরের শালবন পুনরুদ্ধার সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।