নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২০ জুলাই। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ১৯৬৯ সালের ২০ জুলাই। মহাকাশ গবেষণার ইতিহাসে অন্যতম সফল একটি দিন। এই দিনে প্রথমবারের মতো চাঁদে পা রাখে মানুষ। সফল হয় অ্যাপোলো-১১ অভিযান। এই কীর্তি গড়েন মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং। তাঁর ঠিক পরপরই চন্দ্রপৃষ্ঠে নামেন আরেক মার্কিন নভোচারী বাজ অলড্রিন। এ সময় অ্যাপোলো-১১ নভোযানে ছিলেন মার্কিন নভোচারী মাইকেল কলিন্স। তাঁদের পৃথিবীতে ফিরে আসার মুহূর্তে টিভির পর্দায় সরাসরি দেখেন লাখো মানুষ।
এটিভি/এস