আল-আমিন সরকার, পূবাইল (গাজীপুর), এটিভি সংবাদ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পূবাইলবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পূবাইল থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী বেলায়েত হোসেন মোল্লা।
পবিত্র ঈদুল আযহা সমাগত। এ উপলক্ষে তিনি বলেন, আমি প্রথমে আমার প্রিয় পূবাইলবাসীসহ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের প্রতি জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক। আমি সকলের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। আমরা আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে পবিত্র ঈদুল আযহা অন্যতম যা ত্যাগের মহিমায় মহিমান্বিত।
প্রাচীনকাল থেকে ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী মুসলিম উম্মাহের মধ্যে বারবার ফিরে আসে পবিত্র ঈদ, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একাত্মতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে শেখায় পবিত্র ঈদ। এ দিন পশু কোরবানি করে আল্লাহর সস্তুষ্টি অর্জন করাই মুসলমানদের আনন্দ। এই পবিত্র ঈদুল আযহার দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে ও স্হানে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা ও স্রোত। পাশাপাশি পশু কোরবানির মাধ্যমে আমরা যেনো মহান রবের নিকট নিজেদের মন ও আত্মাকে বিলিয়ে দিতে পারি, সে প্রত্যয় যেনো হয় মোদের চাওয়া ও পাওয়া।
এ পবিত্র দিনে পশু কোরবানি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সকল মমিন মুসলমান একে অপরের সাথে নিবিড় বন্ধনে একত্রিত হয়। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে প্রত্যেক মুসলমান একজন অপর মুসলমানের খুব কাছাকাছি চলে আসে। বিশেষ মোনাজাত শেষে খাবার ও আত্মীয় স্বজনদের নিয়ে ঘুরাফেরার মধ্য দিয়ে দিনটি ভাল কাটুক এই খুশির বার্তা বয়ে নিয়ে আসুক পবিত্র ঈদুল আযহা।
যুবলীগের এ নেতা আরও বলেন, আমরা যে খানেই পবিত্র ঈদুল আযহা পালন করি না কেন, আত্মীয় স্বজনের পাশাপাশি বাড়ির পাশের দু:স্থ এতিম অসহায় মানুষেরা যেনো কোরবানির অংশ হতে বঞ্চিত না হয় সে দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।