atv sangbad

Blog Post

atv sangbad > অপরাধ-অনুসন্ধান > ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল উদ্ধার

ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল উদ্ধার

ময়মনসিংহ প্রতিবেদক, এটিভি সংবাদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার উচাখিলা বাজারের একটি গোডাউন ও দোকান থেকে চালগুলো জব্দ করেন উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উচাখিলা বাজারের মানিক মিয়ার গোডাউন থেকে ৩০ কেজি ওজনের ১০৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। একই বাজারের আব্দুস সাত্তারের দোকান থেকে আরও ৮ বস্তা চাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল কিনে রিকশায় করে যাচ্ছিলেন এক ব্যক্তি। অভিযানের খবরে তিনি ওই চাল রাস্তায় ফেলে পালিয়ে যান। পরে ওই চালও জব্দ করা হয়। জব্দ করা মোট ১১৬ বস্তা চাল সরকারি খাদ্যগুদামে নেওয়া হয়েছে। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন জানান, গোডাউন ও দোকানে চালগুলো মজুদ আছে জানতে পেরে চাল উদ্ধারের নির্দেশনা দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :