অনুসন্ধানী প্রতিবেদক, এটিভি সংবাদ
রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টের সেফটিক ট্যাংক থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, যেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- এমরান হোসেন ওরফে বাবু (৪১) এবং আলমগীর কবির (৪০)।
বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানার গরিব-ই-নেওয়াজ এভিনিউস্থ ১৩ নম্বর সেক্টরের কিংফিসার রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছে ডিএনসির মিডিয়া বিভাগ। সংস্থাটি জানায়, ভবনের নিচ তলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকার সেফটি ট্যাংক থেকে বিপুল বিয়ার ও বিদেশী মদ জব্দ করা হয়। এ সময় মালিক মোক্তার হোসেন ও সেলিম আলী বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়। পরে অপরাধ চক্রের মূলহোতা কিংফিসার রেস্টুরেন্ট এবং লেকভিউ রেস্টুরেন্ট এন্ড বারের মালিক মোক্তার হোসেনসহ আসামি করে একটি মামলা করা হয়েছে।
ডিএনসির মিডিয়া বিভাগ আরও জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছিল।