পটুয়াখালী প্রতিনিধি, এটিভি সংবাদ
বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরের ডুবচর এলাকায় আটকে পড়া ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, বৈরী আবহাওয়ার পাশাপাশি ঝড়ো বাতাসের কারণে পটুয়াখালী জেলার মহিপুর থানার খাজুরিয়া এলাকা সংলগ্ন সমুদ্রের মোহনায় ডুবচরে আটকে পড়ে ডুবে যাওয়ার উপক্রম হন ‘এফ বি দিদার’ নামের একটি মাছ ধরার ট্রলারের ১৭ জেলে। এ খবর পেয়ে ট্রলার নিয়ে উত্তাল সমুদ্রে গিয়ে জেলেদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড আরও জানায়, ১৭ জেলের মধ্যে এক জেলে অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে ট্রলারটির মালিক জাহিদুলের কাছে জেলেদের হস্তান্তর করা হয়।
জেলেদের সবার বাড়ি বরগুনার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে কোস্টকার্ড।
এটিভি/এস