ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
ধীর্ঘদিন ধরে খেলার বাইরে থাকলেও মেসিকে ফিটই মনে হচ্ছে বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির। মৌসুম শেষ হওয়ার পর কেবল একটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। সেটাও ছিল তার অষ্টম ব্যালন ডি’অর জয় উপলক্ষ্যে আয়োজিত প্রীতি ম্যাচ।
বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে মেসি খেলবেন বলে একরকম নিশ্চিতই করে দিয়েছেন স্কালোনি। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ আগামী ২২ নভেম্বর। এর আগে আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগের দিনের সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে স্কালোনি বলেন, মেসি ফিট ও ভালো আছে। স্বাভাবিকভাবে অনুশীলন করেছে।
২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন অবধি শীর্ষে আছে আর্জেন্টিনা। ৪ ম্যাচের ৪টিই জিতেছে তারা। দুইয়ে থাকা উরুগুয়ের জয় দুটিতে। ব্রাজিলের অবস্থান তিন, চারে আছে ভেনেজুয়েলা।