নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
এইচএসসির দ্বিতীয় দিনের পরীক্ষায় শিক্ষার্থীর অনুপস্থিতি বেড়েছে। এদিন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৬ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। যা মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর শূন্য দশমিক ৭০ শতাংশ। এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম ব্যতীত দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৪৬ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯ লাখ ৪০ হাজার ২৪৬ জন।ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৭০৫ পরীক্ষার্থী, রাজশাহী বোর্ডে ১ হাজার ৪৪, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩৭, দিনাজপুর বোর্ডে ৮৪৬, যশোর বোর্ডে ৬৯৩, সিলেট বোর্ডে ৪৫৫, বরিশাল বোর্ডে ৪১৫ এবং ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ছিল ৪০৪ জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থী অনুপস্থিতির দিক থেকে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা বোর্ড, অনুপস্থিতির হার শূন্য দশমিক ৯৬ শতাংশ। ঢাকা বোর্ডে অনুপস্থিতির হার সবচেয়ে কম শূন্য দশমিক ৫৮ শতাংশ।পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা বোর্ডের ৬ জন পরীক্ষার্থী, ঢাকা ও বরিশাল বোর্ডের ৩ জন করে ৬ জন এবং যশোর বোর্ডের অধীনে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এটিভি/এস