atv sangbad

Blog Post

একদিনের ব্যবধানে চাকরি গেল সালমান বাটের

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ 

পাকিস্তানের নির্বাচক প্যানেলে সাজাপ্রাপ্ত সাবেক তারকা ক্রিকেটার সালমান বাটকে নিয়োগের একদিনের মধ্যেই বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) তাকে অপসারণের ঘোষণা দেন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। এ সিদ্ধান্তের অনুঘটক হিসাবে বহিরাগত চাপকে সামনে এনেছেন। তোপের মুখেই তাকে নিজের প্যানেল থেকে সরিয়ে নেন ওয়াহাব। কিন্তু নিজের এ সিদ্ধান্তে খুশি নন তিনি।

ওয়াহাবের ভাষ্য, সালমান বাটকে নিয়োগ দেওয়া নিয়ে আমার সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে, আমি বন্ধুত্বকে প্রাধান্য দিয়েছি। এটা আমি হতে দিতে পারি না। যে কারণে আমি বাটকে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছি। আপাতত আসাদ শফিককে নির্বাচক প্যানেলে যুক্ত করছি আমরা।

এর আগে, ওয়াহাবের প্যানেলের পরামর্শক হিসেবে কামরান আকমল ও ইফতিখার আনজুমের সঙ্গে সাবেক ক্রিকেটার সালমান বাটকে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল পিসিবি। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, তিনজনের নিয়োগ এখন থেকেই কার্যকর হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :