আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দেশটির সরকারের লক্ষ্যকে সমর্থন করে মার্কিন সরকার।বুধবার (২৬ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারির উদ্দেশ্যমূলক এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
ওই ঘটনার পর বুধবার ১৩ রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা তলব নয়, রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানিয়ে অসন্তোষের বিষয়টি জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এই প্রসঙ্গ টেনে উদ্দেশ্যমূলক প্রশ্ন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি।
কিন্তু তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। জানান, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, বাংলাদেশ সরকারের সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্য পূরণে ওয়াশিংটন ও ঢাকা একসঙ্গে কাজ করবে।
যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সেদেশের সরকারের সঙ্গে ওয়াশিংট কাজ করতে চায়। বাংলাদেশ সরকার এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানকে অগ্রাধিকার দিচ্ছেন। সেই চেষ্টায় সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত। গণতান্ত্রিক দেশে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই বলেও জানায় মার্কিন পররাষ্ট্র দফতর।