atv sangbad

Blog Post

একসাথে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ 

একসাথে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। রবিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে।

প্রতিবেদেনে আরও বলা হয়েছে, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে  ভূমিকম্প হয়। তবে ভূমিকম্পে এখনও কোনো দেশেই হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সিসমোলজি সেন্টারের পরিচালক জেএল গৌতম জানান, জম্মু এবং কাশ্মির, পাঞ্জাব, দিল্লি এবং উত্তর ভারতের বেশ কিছু এলাকায় কম্পণ অনুভূত হয়ে। ধারণা করা যাচ্ছে হিন্দুকুশের ভূপৃষ্ঠের গভীরে ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগ স্থলে এই ভূমিকম্পের উৎপত্তি ঘটেছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে জানায় জিও নিউজ।

এছাড়া হিন্দুকুশ সংলগ্ন আফগানিস্তানের অঞ্চলগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ঠিক কোন কোন এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে তা জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :