বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ
একসঙ্গে যুক্তরাষ্ট্রে বেশকিছু দর্শনীয় স্থান ভ্রমণের পর এবার কানাডায় অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন এই জুটির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।
সোমবার ( ২৪ জুলাই) বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় অপু বিশ্বাস ফেসবুক লাইভে আসেন। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে দেখা যায়, ছেলে জয়কে নিয়ে কানাডায় একসঙ্গে ‘ফায়ার ওয়ার্ক’ দেখছেন শাকিব ও অপু।
কানাডায় একসঙ্গে ‘ফায়ার ওয়ার্ক’ এর সামনে প্রথম ১ সেকেন্ডের জন্য অপু বিশ্বাসকে দেখা গেলেও এরপর তিনি তার পুরো ভিডিওতে কানাডার ‘ফায়ার ওয়ার্ক’ ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
তবে ভক্তরা এ সময় কানাডার সেই ‘ফায়ার ওয়ার্ক’ দেখার চেয়ে ভিডিওতে শাকিব আর ছেলে জয়ের কথোপকথনেই বেশি গুরুত্ব দেয়।
কমেন্টস বক্সে বেশিরভাগ ভক্তই লিখেছেন, আপনার পাশে কিং খানের গলা শোনা যাচ্ছে। অনেক নেটিজেন আবার জানিয়েছেন, এ জুটির জন্য শুভ কামনা আর ভালোবাসা।
এটিভি/এস