atv sangbad

Blog Post

atv sangbad > রাজধানী > এ যেন লুকোচুরি খেলা

এ যেন লুকোচুরি খেলা

বিশেষ প্রতিনিধি, এটিভি সংবাদ

দেশের বর্তমান করোনা পরিস্থিতির কারণে সরকার সব পরিবহনের অর্ধেক যাত্রী বহনের নির্দেশ দেয়। এ জন্য ৬০ শতাংশ যাত্রী নিয়ে যাত্রা ও যাত্রীদের ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

যদিও বাস ভাড়া বেশি নেওয়া হলেও যাত্রীসংখ্যার নিষেধ অমান্য করেই চলছে ঢাকার ভেতরের অধিকাংশ পরিবহন। আর দূর থেকে পুলিশের সার্জেন্ট দেখলে গাড়ির দরজা বন্ধ করা হচ্ছে। দেখে মনে হবে, হয়তো লুকোচুরি খেলছে।

এ বিষয়ে কথা বলতে চাইলে একটি বাসের চালকের সহকারী বললেন, যাত্রীদের নিষেধ করা হলেও তাঁরা প্রয়োজনের তাগিদে জোর করে গাড়িতে উঠেছেন। আর এই সুযোগে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া রাখা হচ্ছে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার নানা পদক্ষেপ নেয় বা নিচ্ছে। কিন্তু জনগণ না মেনে চললে এ রকম অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ কতটা সম্ভব হবে। আর পরিবহনসংকটের কারণে জীবিকার সন্ধানে ছুটে চলা মানুষ গণপরিবহন না পেয়ে বাধ্য হয়ে উঠছে, তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

এমনটাই দেখা যায় ঢাকার কয়েকটি পরিবহনসহ প্রায়ই সব গাড়িতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :