https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ – atv sangbad
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ

রিপোর্টার নাম / ৪৩ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৮:২২ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ বুধবার। ১৯৭১ সালের ২৬ জুলাই নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়। গুলিতে শহীদ হন সাত মুক্তিযোদ্ধা।

পরবর্তীতে তাদের উপজেলার সীমান্ত এলাকা লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী নামকস্থানে ১১৭২ নম্বর পিলারের কাছে সমাহিত করা হয়। ওইদিন যুদ্ধে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক তারা।

শহীদদের স্মরণে প্রতিবছরই ২৬ জুলাই নাজিরপুর স্মৃতিসৌধে ও সীমান্তবর্তী লেঙ্গুরায় সাত শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

শহীদ বীর মুক্তিযোদ্ধারা হলেন: নেত্রকোনার আবদুল আজিজ ও মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন। 
প্রতি বছর নেত্রকোনাসহ বৃহত্তর ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা দিনটিকে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবেই পালন করে আসছেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও কলমাকান্দা উপজেলা ইউনিট কমান্ড জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় নাজিরপুর স্মৃতিসৌধে এবং বেলা সাড়ে ১১টায় লেঙ্গুরায় সাত শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। 
এ ছাড়াও বাদ জোহর মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এবারও বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধারা এসব অনুষ্ঠানে যোগ দেবেন।

এই কর্মসূচি উপলক্ষে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. খালেক তালুকদারসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ