আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
প্রযুক্তির হাত ধরে হজ ও ওমরাহ যাত্রীদের সহায়তায় নতুন এক উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির গ্র্যান্ড মসজিদে আগত মুসল্লিদের সহায়তা করতে এবার উন্মোচন করা হয়েছে ‘গাইডেন্স রোবট’।
সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত এই ‘গাইডেন্স রোবট’ উন্মোচন করেছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স।
আরবি, ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং চীনাসহ ১১টি ভাষায় পারদর্শী এই রোবট। এছাড়াও এটি ২১ ইঞ্চি টাচ স্ক্রিন দিয়ে সজ্জিত, যেখানে গ্র্যান্ড মসজিদে আসা মুসল্লিদের জন্য উপলব্ধ বিভিন্ন পরিষেবার তালিকা দেখা যাবে।