বিশেষ কৌশলে গিলে পেটের ভেতরে করে ইয়াবা বহন করছিলেন তিন মাদক ব্যবসায়ী। তাঁরা কক্সবাজার থেকে বাসে করে আসছিলেন ঢাকায়। পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই তিন ব্যক্তিকে আটক করে র্যাব-১১-এর একটি দল। পরে তাঁদের শহরের ১৫০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসকদের মাধ্যমে পায়ুপথে পেটের ভেতর থেকে সাদা পলিথিনে টেপ দিয়ে মোড়ানো ১০২টি ক্যাপসুল সদৃশ প্যাকেটের ভেতর থেকে ৫ হাজার ১০০ ইয়াবা বের করা হয়।