https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ কন্যার আরবি নাম রেখেছেন দীপিকা-রণবীর কন্যার আরবি নাম রেখেছেন দীপিকা-রণবীর – atv sangbad
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

কন্যার আরবি নাম রেখেছেন দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ / ৭৪ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১:৫৭ অপরাহ্ন

বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ 

মাস খানেক হলো ঘরে নতুন অতিথি এসেছে দীপিকা-রণবীরের। এরইমধ্যে প্রকাশ করেছেন কন্যার নাম ও ছবি। আরবি নাম রাখায় হয়েছে কটাক্ষ। এবার জানা গেল এই নামের বিশেষত্ব।

কন্যার নাম ‘দুয়া’ রেখেছেন রণদীপ দম্পতি। আরবি ‘দোয়া’ থেকে এসেছে নামটি। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুঞ্জন উঠেছে বিশেষ কারণে কন্যার এ নাম রেখেছেন দীপিকা।

খুলে বলা যাক। গুঞ্জন উঠেছে, সাধারণত তারকারা বাবা ও মায়ের নাম মিলিয়ে সন্তানের নাম রাখেন। তবে সে পথে হাঁটেননি রণবীর-দীপিকা। তাদের কন্যার নামে মায়ের দিকের আধিপত্য। দুয়ার তিন অক্ষরের প্রথম অক্ষর নাকি দীপিকার নামের আদ্যক্ষর,এরপর অভিনেত্রীর মা উজ্জ্বলার নামের প্রথম অক্ষর। পরের অক্ষর এসেছে অভিনেত্রীর বোন অনিশা থেকে। অনেকের ধারণা রণবীরেরর রাখা হয়েছে। কেননা তার নাম অঞ্জু ভবনানি।

শুধু বাদ রণবীর। কারণ নানাজন ব্যাখ্যা করেছেন নানাভাবে। কারও মতে, সবকিছুতেই স্ত্রী দীপিকাকে এগিয়ে রাখেন রণবীর। এখানেও তাই করেছেন। এমনকি বিয়ের পর রণবীর নিজেকে রণবীর পাড়ুকোন সিং বলে পরিচয় দিতেন।
তবে দীপিকা ব্যাখ্যা দিয়েছেন অন্যভাবে। তিনি লিখেছেন, “দুয়া কথার অর্থ হল প্রার্থনা। সে আসলে আমাদের প্রার্থনার পুরস্কার। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।”

৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিলেন দীপিকা। জানা গেছে, সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। ছুটির পর ফের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের কাজ শুরু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ