অনুসন্ধানী প্রতিবেদক, এটিভি সংবাদ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ওমান থেকে কয়লাবাহী ৭৭টি জাহাজ বাংলাদেশে আসছে। এই খবরটি সত্য নয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, খবরটি ‘শতভাগ মিথ্যা ও বিভ্রান্তিকর’।
মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের বরাত দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে লেখা হয়েছে, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। তা হলো- বিদ্যুৎসংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। এটা শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর খবর।
পোস্টে আরো লেখা হয়, ‘পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছবে বিদ্যুৎ কেন্দ্রে।’
কতিপয় দুষ্কৃতিকারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন কথাবার্তা লিখে দেশ ও জাতিকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করছে যার তীব্র নিন্দা জানিয়েছেন, এটিভি সংবাদ ডটকম’র সম্পাদক এস এম জামান।