অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গ্রেপ্তার বুয়েটের ২৬ ছাত্রসহ ৩৪ জনের মধ্যে ৩২ জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (২ আগস্ট) রাত ১০টার দিকে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান হন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু হানিফ নোমান। গ্রেপ্তারকৃত আরও দু’জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। আদালতে তাদেরও জামিন চাইবেন আইনজীবীরা।
কারামুক্তরা হলেন- বুয়েটের শিক্ষার্থী আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, মো. সাইখ সাদিক, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, মো. সাদ আদনান, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, মো. শামীম আল রাজি, মো. আব্দুলাহ আল মুকিত, মো. জায়িম সরকার, খালিদ আম্মার, মো. ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত, মো. ফয়সাল হাবিব, আনোয়ারুল সিদ্দিকী, এটিএম আবরার মুহতাদী,আলী আম্মার মৌয়াজ, মো. রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আবদুর রাফি ও মাঈন উদ্দিন। অন্যরা হলেন, আবদুল বারি, মো. বাকি বিল্লাহ, মাহাদি হাসান, টি এম তানভির হোসেন, আশ্রাফ আলী, মো. মাহমুদ হাসান, মো. এহসানুল হক ও মো. আবদুল্লাহ মিয়া।
এর আগে, গত বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহান সাদিক এসব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০০০ টাকা করে মুচলেকা নেওয়া হয়।
উল্লেখ্য, গত রোববার (৩০ জুলাই) সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে শিক্ষার্থীকে আটক করে পুলিশ। সোমবার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। পুলিশের দাবি গ্রেপ্তারকৃত সবাই ছাত্র শিবিরের নেতা-কর্মী।
বুয়েট শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, পুলিশের এমন অভিযোগকে হাস্যকর। শিক্ষার্থীদের শুধু শুধু হয়রানি করা হচ্ছে। সন্ত্রাস দমন আইনে মামলা করে আমাদের সন্তানদের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে।