ওবায়দুল কবির, এটিভি সংবাদ
সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে কাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ থেকে গণতন্ত্র মঞ্চের নেতা এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এ ঘোষণা দেন।
সরকার পতনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে হামলা, আক্রমণ ও গ্রেপ্তারের বিরুদ্ধে গণসংগ্রাম জোরদার করতে পুরানা পল্টন মোড়ে আজকের সমাবেশটি করে গণতন্ত্র মঞ্চ।
সমাবেশে সভাপতির বক্তব্যে হাসনাত কাইয়ুম বলেন, দেশ এক দফা আন্দোলনে ঢুকেছে। আগামীর দেশ গড়ার জন্য এই এক দফা দাবি গড়ে উঠেছে। এই স্বৈরাচারী-ফ্যাসিবাদ সরকারকে যেতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে, না হলে অপসারিত করা হবে। এই সরকারের অবৈধ সংসদ বাতিল করতে হবে। বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা করা হয়েছে, তা প্রত্যাহার করতে হবে।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ছয় শতাধিক মানুষের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা করেছে। অথচ পুলিশের সামনে যারা সশস্ত্র মহড়া দিয়েছে, হামলা আক্রমণ করেছে, পুলিশ তাদের কজনকে গ্রেপ্তার করেছে? পুলিশের নাকের ডগায়, চোখের সামনে হামলা চালাচ্ছে, কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি।