ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
দিন তিনেক আগেই কিউইদের মাটিতে ১৭ বছরের খরা কাটিয়েছে বাংলাদেশ। ১৮ ম্যাচ হারের পর কিউইদের মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচ জেতে নাজমুল হোসেন শান্তর দল। এবার পালা টি-টোয়েন্টির। কাটল সেই খরাও।
এক যুগ ও ৯ ম্যাচ হারের পর নিউজিল্যান্ডে প্রথমবারের মতো স্বল্প ওভারের ম্যাচ জিতল লিটন-সৌম্যরা। বোলারদের দলীয় নৈপুণ্যে স্বাগতিকদের ১৩৪ রানে থামায় বাংলাদেশ। পরে লিটন দাসের ৪২ এবং সৌম্য সরকারের ২২ রানের ভরে ৫ উইকেট ও ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় শান্তরা।