ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচিত ইস্যুর একটি তামিম ইকবালের বিশ্বকাপ এবং এশিয়া কাপে অংশগ্রহণ। অবসর নেওয়া এবং প্রধানমন্ত্রীর অনুরোধে সেটা ভাঙা, ইনজুরির জন্য বিদেশে চিকিৎসা কিংবা বিসিবির সঙ্গে গোপন আলোচনা, সবকিছুই যেন তামিমের ব্যাপারে রহস্য বাড়িয়েই দিচ্ছে। অবশেষে জট খুলতে যাচ্ছে সেই রহস্যের।
বৃহস্পতিবার (৩ জুলাই) গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে তামিমের সঙ্গে বোর্ডের কিছু সদস্যের বিশেষ মিটিং হওয়ার কথা ছিল। কঠোর গোপনীয়তা নিশ্চিত করতে কোথায় এবং কখন সে মিটিং হবে সেটা জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার কিছুটা হলেও রহস্যের জটলা খুলতে যাচ্ছে।
তামিমের ইস্যু নিয়ে বৃহস্পতিবার (৩ জুলা) রাত ৮টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ডের একটি সূত্র এই তথ্য জানিয়েছে। ধারণা করা যাচ্ছে, তামিমের সঙ্গে মিটিং করার পর নিজেদের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন বোর্ড প্রধান।
প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভাঙার পর দেড় মাসের ছুটিতে সপরিবারে দুবাই গিয়েছিলেন তামিম। এরপর সেখান থেকে উড়াল দেন লন্ডনে। ভুগতে থাকা কোমরের চিকিৎসা শেষে গত সোমবার ফেরেন দেশে। তার দেশে ফেরার পর থেকেই সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। তামিমের সিদ্ধান্তের পরেই এশিয়া কাপের অধিনায়কসহ নানা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অপেক্ষায় বিসিবি।
তামিম-বিসিবির সেই বহুল প্রতীক্ষার বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। বোর্ডের এক সূত্র জানিয়েছিল, কঠোর গোপনীয়তায় এই বৈঠক সারতে চায় দুই পক্ষ। সময় বা স্থান জানা না গেলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ সেখানে থাকার কথা ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের।
মূলত, দলে নিজের অবস্থান নিয়ে খুশি নন তামিম। ক’দিন আগেই এটা নিয়ে মুখ খুলেছিলেন সিনিয়র এই ক্রিকেটার। বোর্ডের কাছে সেসব বিষয় নিয়েই নিজের অবস্থান পরিষ্কার করার কথা এই ওপেনারের। সেখানে মাশরাফীকে মেন্টর হিসেবে পাওয়ার দাবি ছাড়াও থাকতে পারে দল গঠনে তার মতামতের গুরুত্বের বিষয়টি। এছাড়া, অধিনায়ক হিসেবে দলে অন্য ক্রিকেটারদের হস্তক্ষেপেও আপত্তি তামিমের। তবে নিজের সব দাবি মিললে অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি।
এটিভি/এস