কুমিল্লা প্রতিনিধি, এটিভি সংবাদ
কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মো. আলমগীর ভুঁইয়া- পিপিএম।
গতকাল (১ আগস্ট) বিকালে তিনি তাঁর নতুন কর্মস্থল দাউদকান্দিতে যোগদান করেন। এই সময় নবাগত ওসিকে বরণ করে নেন দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী এএসপি ফয়েজ ইকবাল (সিভিল পোশাক)।
ওসি মো. আলমগীর ভুঁইয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সন্তান। তিনি ২০০০ সালে সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ব্যক্তিগত বৈবাহিক জীবনে তিনি তিন সন্তানের জনক।
ওসি মো. আলমগীর ভুঁইয়া তাঁর নতুন স্টেশন দাউদকান্দি মডেল থানায় দায়িত্ব পালনকালে মিডিয়া কর্মী সাংবাদিক, সুশীল সমাজ, সচেতন মহল, রাজনৈতিক দল ও সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ওসি আলমগীর কুমিল্লা জেলা পুলিশ লাইন থেকে দাউদকান্দি মডেল থানায় যোগদান করেছেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাতে ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।