atv sangbad

Blog Post

কুষ্টিয়ায় চিকিৎসারত অবস্থায় দুই কয়েদির মৃত্যু

কুষ্টিয়া প্রতিবেদক, এটিভি সংবাদ

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দুই কয়েদির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।  নিহতরা হলেন- যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কুষ্টিয়া জেলা কারাগারের কয়েদি আজমল প্রামাণিক (৬০) ও তিন মাস দণ্ডপ্রাপ্ত কয়েদি আবুল কালাম (৪০)। বৃহস্পতিবার দিবাগত রাতে কয়েদি আজমল ও শুক্রবার কালামের মৃত্যু হয়।

জেল সুপার আব্দুল বারেক জানান, হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি আজমল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হঠাত্ অসুস্থ হন। পরে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ১টার দিকে তিনি মারা যান। ২০২২ সাল থেকে কুষ্টিয়া কারাগারের কয়েদি হিসেবে সাজা ভোগ করছিলেন তিনি। আবুল কালাম চলতি বছরের ২৮ জুলাই থেকে কুষ্টিয়া কারাগারের কয়েদি হিসেবে সাজা ভোগ করছিলেন। তিনি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের দণ্ডপ্রাপ্ত আসামি। শুক্রবার ভোর দিকে তিনি অসুস্থ হলে তাকে তাৎক্ষণিক কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনিও মারা যান।

ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া সম্পন্নের পর তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার।

হাসপাতালের আর এম ও ডা. তাপস কুমার সরকার জানান, আজমল হার্টের রোগী ও কালাম লিভারের জটিলতায় ভুগছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :