কুষ্টিয়া প্রতিনিধি, এটিভি সংবাদ
শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবীতে পদযাত্রা করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বেলা ১২টায় শহরের আলফার মোড় থেকে এই পদযাত্রাটি শুরু হয়। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদি আহমেদ রুমী ও সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী পদযাত্রায় অংশ গ্রহন করেন।
পদযাত্রাটি জুগিয়া পালপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে সমাপ্ত ঘোষনা করা হয়। এর আগে অঙ্গ সংগঠনের ব্যানারে খন্ড খন্ড মিছিল নিয়ে পদযাত্রায় যোগদিতে আলফার মোড়ে আসে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এটিভি/জেড