মাজহারুল ইসলাম, শেরপুর, এটিভি সংবাদ
“ক্যাডার বৈষম্য নিরসন চাই” এই প্রতিপাদ্যকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়েছে।
অদ্য ২ অক্টোবর ২০২৩ (সোমবার) বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর সরকারি মহিলা কলেজ ইউনিট এই কর্মসূচি পালন করেন।
এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর সরকারি মহিলা কলেজ ইউনিটের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ফাওজিয়া আমিন দীনা, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা কমিটির সভাপতি অধ্যাপক আলিফ উল্লাহ আহসান ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আ জ ম রেজাউল করিম খান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোখলেছুর রহমান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর সরকারি মহিলা কলেজে ইউনিটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল আলম মুরাদ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।