নিউজ ডেস্ক, এটিভি সংবাদ:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আইনের ফাঁদে আটকে পড়ে আছেন। তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার মামলা করে। বর্তমান সরকার মামলা করেনি।
শুক্রবার (৩ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
বিএনপির সমালোচনা করে কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে কোনো কর্মসূচি দিতে পারে না। তারা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা খালেদার উদারতার কারণে জিয়া নিজ বাড়িতে চিকিৎসা নিতে পেরেছেন। এমনকি তিনি চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তারদের আমন্ত্রণ জানিয়ে সাহায্য করেছেন।
বিএনপি দুর্বল হয়ে পড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনবিরোধী আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে জনগণের সমর্থন হারিয়েছে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনো মিল নেই। আমরা পজিটিভ নীতিমালা করতে চাই। বেশ কিছু উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। দলকে সুসংগঠিত করা হচ্ছে।
উপজেলা নির্বাচন এমপিদের স্বজনদের অংশগ্রহণ প্রসঙ্গে কাদের বলেন, শুধু তাদের সন্তান, স্ত্রী বা ভাইয়েরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
তবে যারা অংশ নিয়েছে প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তাদের দলীয় সমর্থন নেই।
দেশ চালাতে গেলে বাইরের চাপ থাকে জানিয়ে তিনি বলেন, যারা আমাদের চাপে রাখতে চেয়েছিল, তারা এখন চাপে আছে। কারণ আরব বসন্তের ছোয়া আটলান্টিকের ওপারেও পৌঁছে গেছে। ষড়যন্ত্র মোকাবেলায় মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস উদযাপন প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, আমরা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করব। আগামী ১৭ মে আমাদের নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশে কর্মসূচি পালন করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক, এস.এম. কামাল হোসেন, উপসচিব সায়েম খান প্রমুখ।