atv sangbad

Blog Post

গণপরিবহনশূন্য ঢাকা, যাত্রীদের চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

আজ রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ। এছাড়া সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতসহ অন্যান্য বিরোধী দলগুলোও। সমাবেশ ঘিয়ে নাশকতার শঙ্কায় গণপরিবহন চলছে সীমিত পরিসরে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভোগান্তিতে পড়েছেন বেসরকারী চাকুরিজীবিরা।

শনিবার (২৮ অক্টোবর) সকালে দৈনিক বাংলা, পল্টন মোড়, মতিঝিল, মৎষ্য ভবন, শাহবাগ এবং কারওয়ান বাজার, ফার্মগেট ও উত্তরার বিভিন্ন যানবাহন সীমিত পরিসরে চলতে দেখা যায়।

ভূক্তভোগীযাত্রীরা জানায়, রাজনীতিবিদদের ক্ষমতার লড়াইয়ে আমাদের মত মানুষের ভোগান্তি পোহাতে হয়। রাজনীতিবিদদের জনগণের কথা ভাবা উচিত। এদিকে, বাসচালকরা বলছেন, নাশকতার শঙ্কা থেকেই সড়কে গণপরিবহন নিয়ে বের হচ্ছেন না।

দুপুর ২টায় নয়াপল্টনের দক্ষিণ গেটে শুরু হবে বিএনপির মহাসমাবেশ। অপরদিকে, আওয়ামী লীগ দুপুর ২টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।

এছাড়া রাজধানীর শাপলা চত্বরে জামায়াতে ইসলামী, এলডিপি কার্যালয়ের সামনে এলডিপি, মালিবাগ মোড়ে এনডিএম, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে ১২ দলীয় জোট সমাবেশের ঘোষণা দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :