মেহেরপুর প্রতিনিধি, এটিভি সংবাদ //
মেহেরপুরের গাংনীর সড়কে পড়ে থাকা যুবদল নেতা আলমগীর হোসেনের (৪৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া-কামারখালি মাঠের রাইমনতলা এলাকায় বৃহস্পতিবার সকালে পথচারীরা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে। তিনি গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
আলমগীর প্রবাসে ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি দেশে ফিরে নিজ বাড়িতেই বসবাস করছিলেন।
গাংনী উপজেলা ও পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, গত রাতেও গাংনী বাজারে অবস্থান করছিল আলমগীর হোসেন। তারপর হঠাৎ আমরা জানতে পারি, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
আর আজ সকালে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, এর কিছুই বলতে পারব না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এটিভি সংবাদকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতের কোনো এক সময়ে আলমগীর হোসেনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সকালে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ধরনের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত প্রত্যাশা করছে স্থানীয় জনসাধারণ।