atv sangbad

Blog Post

গাজায় ইসরাইলী বর্বরতার প্রতিবাদে রংপুরে মানববন্ধন 

আরিফুল ইসলাম, রংপুর, এটিভি সংবাদ 
ফিলিস্তিনে  ইসরাইলের অব্যাহত হামলা ও গনহত্যার প্রতিবাদে মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল করেছে রংপুরের বিভিন্ন সংগঠন।
শনিবার (২১ অক্টোবর ) দুপুরে সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার চোখ’ এর উদ্যোগে রংপুর প্রেসক্লাবের সামনের  এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।  এতে বক্তব্য রাখেন বাংলার চোখের চেয়ারম্যানের তানবীর হোসেন আশরাফী, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি  অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি, বাংলার চোখের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাবু, সদস্য পিজুস সরকার, মিন্টু মিয়া ও রায়হান জীবনসহ  সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের মদদে অব্যাহতভাবে যে হামলা ও  হত্যাযজ্ঞ চালাচ্ছে তা চরমভাবে মানবিকতার লংঘন। এর প্রতিবাদে বিশ্ব বিবেককে এগিয়ে আসার আহবান জানান তারা।
বক্তারা আরো বলেন,গাজায় হাসপাতালে বিমান হামলা করা হয়েছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের জাহাজ কোম্পানি মোড় থেকে প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
সবশেষে ফিলিস্তিন মুসলমানদের উপর এই ভয়াবহ নির্যাতন বন্ধে আল্লাহ তাহলার রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :