atv sangbad

Blog Post

গাজা ভূখণ্ড অবরুদ্ধ রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ 

গাজা ভূখণ্ড পুরোপুরি অবরুদ্ধ করে রাখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। । তিনি আরও বলেছেন, বিদ্যুৎ, খাবার, জ্বালানি- কোনো কিছুই সেখানে যাবে না।

গাজার আকাশ এবং সমুদ্রপথ পুরোপুরি নিয়ন্ত্রণ করে থাকে ইসরায়েল। তাদের সীমান্ত দিয়ে কারা যাতায়াত করবে এবং কী ধরনের পণ্য যাবে, সেটাও ইসরায়েল নিয়ন্ত্রণ করে থাকে। একইভাবে গাজার সঙ্গে সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করে মিশর।

ইসরায়েলে প্রতিনিয়ত রকেট হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। নতুন করে ইসরায়েলের দুই শহরে ১২০টি রকেট ছোড়ার দাবি করেছে এ সশস্ত্র গোষ্ঠী। সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের আশদোদ ও আশকেলন শহরে এসব রকেট ছোড়া হয়েছে।

বিবিসি জানায়, ইসরায়েল ও জেরুজালেমজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে। জেরুজালেমে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে গত শনিবার ইসরায়েলে অন্তত পাঁচ হাজার রকেট হামলা চালিয়েছে হামাস। এতে এখন পর্যন্ত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকহাজার। অন্যদিকে হামাসের হামলার পর পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ইতিমধ্যে দেশটি যুদ্ধের ঘোষণা দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :