গাজীপুর প্রতিনিধি, এটিভি সংবাদ
গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় অবস্থিত টি এন্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা দাবি করছেন, তাদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া পড়ে রয়েছে। কারখানাটি গত এপ্রিল মাস থেকে বন্ধ থাকলেও সেপ্টেম্বরে খুললে, বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। চার মাসের বেতন না পাওয়ায় শ্রমিকরা বাধ্য হয়ে সড়ক অবরোধের পথ বেছে নিয়েছেন।
বিক্ষোভকারীরা জানান, তাদের চার মাসের বেতন বকেয়া রয়েছে এবং বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েও কোনো সুরাহা মেলেনি। ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন। সড়ক অবরোধের ফলে ময়মনসিংহ ও টাঙ্গাইলের দিকে, পাশাপাশি ঢাকার দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, প্রায় এক মাস ধরে এই শ্রমিকরা বিক্ষোভ চালাচ্ছেন, যা কারণে সড়ক চলাচলকারীরা প্রায়ই দুর্ভোগে পড়েন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং আশা করা হচ্ছে, দ্রুত বেতন সংক্রান্ত সমস্যার সমাধান হবে।