atv sangbad

Blog Post

গোয়েন্দা খবরে আরো সংঘর্ষের আশঙ্কা

আহসান হাবীব, এটিভি সংবাদ

চলমান রাজনৈতিক সংঘাত আরো ব্যাপকভাবে বাড়তে পারে। সারা দেশে এটা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে গোয়েন্দারা। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।

এ অবস্থায় আজ শনিবার ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হয়েছে।

তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও রয়েছেন। এ সময় শীর্ষ নেতাসহ আটক করা হয়েছে দুই শতাধিক নেতাকর্মীকে। এসব এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার ধোলাইখাল, উত্তরা ও মাতুয়াইলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি থেকে সরিয়ে দিতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শনিবার বেলা ১১টা থেকে পাঁচ ঘণ্টার ‘অবস্থান’ কর্মসূচি পালন করছে বিএনপি। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা।

এটিভি/এস

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :