জালাল উদ্দীন চৌধুরী (এসআরআই), এটিভি সংবাদ
জেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে যোগদানের পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানবিক পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান -বিপিএম।
অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে সকল সদস্যদের প্রতি সর্বোচ্চ দিক-নির্দেশনা রয়েছে পাবনা জেলা পুলিশ সুপারের। তিনি বলেন, জেলায় থাকবেনা মাদক ও সন্ত্রাসের কোনো রাজত্ব। তার-ই ধারাবাহিকতায় প্রতিনিয়ত চলছে সন্ত্রাস ও মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের কার্যকরী ভূমিকা।
জেলাকে অপরাধ ও মাদকমুক্ত করার লক্ষে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানিক দল আজ (১ জুলাই) জেলার ঈশ্বরদী থানাধীন চরগড়গড়ী এলাকাস্থ মো. হাবিবুর রহমান হাবি’র বসত বাড়ির পিছন হতে ভোর আনুমানিক ৪.২৫ ঘটিকায় অভিযান চালিয়ে তুষার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককালে তার কাছে ৪২ (বিয়াল্লিশ) বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
আটককৃত মাদক ব্যবসায়ী মো. তুষার (৩৫)। সে জেলার ঈশ্বরদী থানা এলাকার চরগড়গড়ী গ্রামের মো. তমিজ উদ্দিনের ছেলে। যার নামে এর পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে মোট ৭টি (সাত) মাদক মামলাসহ অন্যান্য মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ধৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক মামলা রুজু হয়েছে।
পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান -বিপিএম’র কঠোর নির্দেশনা এবং চৌকস পুলিশ অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত আটক হচ্ছেন।
দেশ ও জাতির স্বার্থে মহান এই পুলিশ সুপারের কঠিন দিক-নির্দেশনার ভূয়সী প্রশংসা করেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান।