চট্টগ্রাম প্রতিনিধি, এটিভি সংবাদ
নিজ কর্মীকে মারধর, নির্যাতন, সরকারি বরাদ্দ আত্মসাৎ, চাঁদা না দিলে মিথ্যা মামলার হুমকির অভিযোগ উঠেছে চট্টগ্রামের নব জাগরণ হিজড়া সমবায় সমিতির সভাপতি ফাল্গুনী হিজড়া বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে নগরীর ডিটি রোড ঈদগা কাঁচা রাস্তার মোড়ে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনে এসব অভিযোগ করেন সংগঠনের অন্যরা সদস্যরা। এ সময় বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক র্ঝণা হিজড়া, সাথী হিজড়া, সিমলা হিজড়া, দুলালি হিজড়াসহ অনেকে।
সমাবেশে অভিযোগ করা হয়, ফাল্গুনী হিজড়া সমিতির কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে অন্য হিজড়াদের স্বার্থহানি করছেন। জোর করে নিজেদের সদস্যদের কাছ থেকে চাঁদাবাজি করছেন। প্রতিবাদ করলেই মারধরের শিকার অন্য হিজড়ারা।
প্রতিবাদ করলেই মামলার হুমকি দেওয়া হয়। তার সন্ত্রাসীবাহিনী দিয়ে ঘর থেকে তুলে এনে চালানো হয় নির্যাতন। তাই ফাল্গুনী হিজড়ার অত্যাচার জুলুম থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এটিভি/এস