atv sangbad

Blog Post

ছবি : এটিভি সংবাদ

চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

প্রতিবেদক, এটিভি সংবাদ :

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকাসহ সারাদেশে চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধে রাজধানীতে গণপরিবহনের কম দেখা গেছে।

রোববার (১২ নভেম্বর) সকাল ৬টায় এই অবরোধ শুরু হয়।

চতুর্থ দফায় অবরোধের প্রথম দিনে সকাল থেকেই রাজধানীর গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, বাংলামোটর ও কাওরান বাজার এলাকায় কম গণপরিবহন চলতে দেখা গেছে। এর আগে তিন দফায়  অবরোধের দিনগুলোর চেয়ে আজ রাস্তায় গণপরিবহন অনেক কম রয়েছে। বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা।

শনিবার রাতে রাজধানীতে ৭টি বাসে আগুন দিয়েছে অবরোধের সমর্থনকারীরা। রাত ৮টা ২০ মিনিটে মতিঝিলে নটর ডেম কলেজের সামনে, ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে, রাত ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে, রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে, রাত ১১টার দিকে আগারগাঁও তালতলা এলাকায় ও শেরেবাংলা নগর থানার পঙ্গু হাসপাতালের সামনে এবং ১১টা ৪০ মিনিটে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ২৯ অক্টোবর থেকে সারাদেশে দফায় দফায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে আসছে দলটি।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :