রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, এটিভি সংবাদ
রূপগঞ্জের চনপাড়া বস্তিতে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলিবর্ষণে চারজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হৃদয় (৩০), আলমগীর (২৮) ইসমাইল (৩০) ও ইলিয়াসসহ (১৭) আহত আরও একজনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাহাবুদ্দিনের সাথে জয়নাল গ্রুপের বিরোধ চলে আসছে। এদিকে সাহাবুদ্দিনের বন্ধু শমসের আলী কায়েতপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ড চনপাড়ায় উপ-নির্বাচনে ইউপি সদস্য হিসেবে বিজয়ী হন। ওই নির্বাচনে জয়নালও প্রার্থী ছিল। গতকাল শুক্রবার ইউপি সদস্য হিসেবে শমসের শপথ গ্রহণের পর এলাকায় তার লোকজন আনন্দ মিছিল বের করে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান চলাকালীন জয়নালসহ তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, চনপাড়া থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে তাদের ভর্তি করা হয়। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকেও অবহিত করা হয়। এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার(গ সার্কেল) মো. আবির হোসেন বলেন, উভয় পক্ষের মধ্যে রাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এটিভি/এস