https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ চান্দার বিল দখল করে মাছ চাষের অভিযোগ চান্দার বিল দখল করে মাছ চাষের অভিযোগ – atv sangbad
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

চান্দার বিল দখল করে মাছ চাষের অভিযোগ

রিপোর্টার নাম / ৪৩ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৯:০৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ

গোপালগঞ্জের ঐতিহাসিক চান্দার বিলের প্রায় এক হাজার একর জলাশয় অবৈধভাবে দখল করে বাঁশের পাটা ও নেট দিয়ে ঘিরে মাছ চাষ করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। আর এ কারণেই জলাশয়ে মাছ শিকার করে এবং শাপলা তুলে জীবিকা নির্বাহ করা এলাকার মৎস্যজীবী ও সাধারণ মানুষ বিলে নামতেই পারছেন না।

প্রতিবাদ করলে শারীরিক নির্যাতন ও জীবন নাশের হুমকির মধ্যেই দিন কাটছে তাদের।
আর দৈনন্দিন জীবিকা বন্ধ হয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে চান্দার বিল সংলগ্ন সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দাদের।

চান্দার বিল গোপালগঞ্জ জেলার একটি ঐতিহাসিক দর্শনীয় এলাকা। বলা চলে, দেশীয় প্রজাতির মাছের ভাণ্ডার এ চান্দার বিল। সদর উপজেলা, মুকুসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিশাল এলাকাজুড়ে চান্দার বিলের অবস্থান। এ বিল এলাকার বাসিন্দারা বেশিরভাগই অতিদরিদ্র। বিলে মাছ শিকার করে, শাপলা তুলে, শামুক কুড়িয়ে বিক্রি করে চলে তাদের সংসার।

কিন্তু সাতপাড় ইউনিয়নের রাধানগর গ্রামের প্রভাশালী কুশল বৈরাগী, শান্ত মজুমদার, সুষেন বৈরাগী, উশল বৈরাগী, উত্তম বৈরাগী ও গোবিন্দ বৈরাগী গত চার থেকে পাঁচ বছর ধরে বিলের প্রায় এক হাজার একর ফসলি জমি জুড়ে মালিকদের অনুমতি ছাড়াই বাঁশ ও নেট দিয়ে ঘিরে জোর করে মাছ চাষ করছেন। এলাকার সাধারণ মৎস্যজীবী ও সাধারণ মানুষ কেউই বিলে নিজেদের জমিতেও মাছ শিকার করতে পারছেন না। এমন কি বিলের শাপলা তুলতে গেলেও তাদের শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ