atv sangbad

Blog Post

জয়পুরহাটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জয়পুরহাট, এটিভি সংবাদ 

জয়পুরহাটে র‌্যাবের যৌথ অভিযানে স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাইতুল হোসেন সুজকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জয়পুরহাটের সদর ভাদসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জয়পুরহাট শহরের দেবীপুর মন্ডলপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, ২০০২ সালের ২৮ জুন জয়পুরহাট সদর এলাকার পাঁচুরচক প্রামাণিক পাড়ার ফজলুর রহমানের ছেলে নবম শ্রেণির ছাত্র মোয়াজ্জেম হোসেন কে তুলে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফজলুর বাদী হয়ে জয়পুরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে জয়পুরহাট জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. আব্বাস উদ্দিন অভিযুক্ত ১১ জনের প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। মামলার রায় ঘোষণার দিন ১১ আসামির ৬ জন অনুপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পর থেকেই র‌্যাবের গোয়েন্দা দল মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুজনকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে সুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটকের পর তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :