শরিফুল ইসলাম, এটিভি সংবাদ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও মহান মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা, পুলিশ সুপার, ফরিদপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত সকল অতিরিক্ত ডিআইজিগণ।
এ সময় তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট কালরাতে নির্মমভাবে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দসহ মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।