নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
জাতিসংঘ ও বিভিন্ন দূতাবাসে বিএনপির চিঠি দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘তাদের চিঠিতে দুই একজন ব্যক্তি প্রভাবিত হতে পারে কিন্তু কোনো দেশ হবে না। এসব নিয়ে বাংলাদেশ সরকারও বিচলিত নয়।’
সোমবার (১ জানুয়ারি) বিকেলে নগরের হাফিজ কমপ্লেক্সে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন নালিশ পার্টি। তারা অযথা লবিং করে বেড়াচ্ছে। তারা (বিএনপি) বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করে মিথ্যা বানোয়াট অভিযোগ বিভিন্ন স্থানে পাঠাচ্ছে। এগুলো ঠিক নয়। কারণ বাস্তব অবস্থা সবাই জানে।’